
কিছু দিন পর হতে যাচ্ছে রাশিয়া বিশ্বকাপ। হাতে এখনো সময় আছে বেশ। প্লেয়ার যাচাই বাছাই চলছে এখনও। রাশিয়া বিশ্বকাপ খেলতে যাবে এমন ১৫ তারকার নাম জানালেন ব্রাজিলের কোচ।
তবে বেশি দেরী মনে হয় সহ্য হচ্ছে না ব্রাজিল কোচ টিটের। তাই আর দেরী না করে ঘোষনা করে দিলো রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের দলের সদস্যদের নাম।
তবে, পুরো স্কোয়াড এখনো ঘোষনা করেননি তিনি। এতটুকু জানিয়ে দিয়েছেন ১৫ জনের নাম। কোন বিপদ না ঘটলে অবশ্যই রাশিয়া যাচ্ছে এই ১৫ সদস্য। ইউওএল কে দেয়ার এক সাক্ষাৎকারে এই ১৫ জনের নাম প্রকাশ করেন তিনি।
এই ১৫ জন ব্রাজিলিয়ান তারকা হল:
১) অ্যালিশন,
২) দানি আলভেস,
৩) থিয়াগো সিলভা,
৪) মার্কুইনহোস,
৫) মিরান্ডা,
৬) মার্সেলো,
৭) ক্যাসমিরো,
৮) ফার্নান্দিনহো,
৯) রেনেতো অগাষ্টো,
১০) উইলিয়ান,
১১) পাউলিনহো,
১২) কৌতিনহো,
১৩) নেইমার,
১৪) গ্যাব্রিয়েল জেসুস,
১৫) রবার্তো ফিরমিনো।
