পিএসজির বর্তমান কোচ উনাই এমেরিকে সরিয়ে দিতে চাচ্ছে দলের মালিক। তাই পিএসজিকে হুমকি দিলো নেইমার। কারণ উনাই এমেরিকে বরখাস্ত করে লুইস এনরিকেকে দায়িত্ব দেয়া হলে পিএসজি ছাড়বেন নেইমার। পিএসজি দলের মালিক নাসের আল-খেলাফিকে এমন ‘সতর্কবার্তা’ দিয়েছেন তিনি। স্প্যানিশ সাপ্তাহিক ম্যাগাজিন ডন ব্যালন এই তথ্য দিয়েছে।

এই ম্যাগাজিনটি তাদের এক প্রতিবেদনে দাবি করে, চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের কাছে ৩-১ গোলে পরাজয়ের পর নেইমার আল-খেলাফিকে বলেছেন এমেরিকে যেন কম চাপ দেয়া হয়।

পিএসজি লিগ-১ এর ১২ পয়েন্টের ব্যবধানে শীর্ষে অবস্থান করছে। ফ্রেঞ্চ কাপেরও কোয়ার্টার ফাইনালে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে গেছে। এরপরই মূলত পিএসজিতে এমেরির ভবিষ্যৎ শঙ্কায় পড়েছে।  শোনা যাচ্ছে, এমেরির পরিবর্তে বার্সার সাবেক কোচ লুইস এনরিকেকে আনতে চাচ্ছে পিএসজি। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নেইমার। নেইমারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ বেশ তোড়জোড় চালাচ্ছে। ব্রাজিলিয়ান তারকা এখনো মুখ ফুটে প্রকাশ্যে এ বিষয়ে কিছুই বলেননি।

কিন্তু সবচেয়ে আশ্চর্য্য বিষয় হল এটাই যে, পিএসজি কোচের সাথে ঝামেলা হয়েছিল নেইমারের অনুশীলন নিয়ে। তখন সংবাদ মাধ্যমে এসেছিল এমেরিকে সরিয়ে এনরিকে কে কোচ হিসেবে চাচ্ছেন নেইমার। এবার সেই নেইমারই ঢাল হয়ে দাড়ালেন এমেরির পাশে।