
লিওনেল মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য বার্সা ছেড়েছেন নেইমার। বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেখানে গিয়ে দারুন ছন্দে আছেন তিনি নিজেও। কিন্তু যেই স্বপ্ন নিয়ে পিএসজিতে গেলেন তা কি পূর্ন হবে?
পিএসজিতে নেইমারের সাথে আরো অনেক তারকারা আছে। কিন্তু রোনালদো-মেসিদের সাথে যারা খেলে তাদের মত কি কোন তারকা আছে? আর এখানেই নেইমারকে পরামর্শ দিলেন ব্রাজিল কোচ টিটে।
নেইমারের স্বপ্ন ব্যালন ডি অর জিতা। মেসি-রোনালদোর পর এই ট্রফি হয়তো নেইনারেরি হবে। কিন্তু তাদের রেখেই যদি এই ট্রফি জিতা যায় তাহলে তো তার গুরুত্ব হবে অনেক। আর সেখানেই টিটে বলেন, ব্যালন ডি অর জয় করতে হলে পুরো দলকেই সেরা হতে হবে। সেরা খেলাটাই খেলতে হবে।
আপনি মেসি-রোনালদোর কথা ভেবে দেখেন। তারাও এতবার ব্যালন ডি জিততে পারতনা যদিনা তারা বিশ্বের সেরা ক্লাবে না খেলত। নেইমার নিজেও জানে তার এমন সাপোর্ট প্রয়োজন এই ট্রফির জন্য প্রতিযোগিতা করার জন্য। তবে নেইমারকে আরো একটি মৌসুম অন্তত পিএসজিতে থাকার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের এই কোচ।
এদিকে বার্সায় সময়টা খারাপ না গেলেও খুব একটা ভালোও যাচ্ছেনা কৌতিনহোর। যদ্ধ করতে হচ্ছে একাদশে জায়গার জন্য। তবে এতে মোটেও চিন্তিত নয় টিটে। তিনি বলেন, এটা স্বাভাবিক। বার্সার খেলার ধরনের সাথে তাকে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবেই। তবে যদি অস্বাভাবিক কিছু হয় সেটা হল পাউলিনহো। কারন, সে খুব দ্রুতই বার্সার সাথে নিজেকে মানিয়ে নিয়েছে।
