
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির কাছে ০-৪ গোলে হেরে গিয়ে ছিলো বার্সা। এর পর দ্বিতীয় লেগে ‘অসম্ভবকে সম্ভব’ করার কঠিন পথ ছিল বার্সেলোনার সামনে। দ্বিতীয় লেগের খেলার যখন ৮০ মিনিট পেরিয়ে গেল তখনো কোয়ার্টার ফাইনালে যেতে বার্সার গোল দরকার ছিলো তিনটি। ঠিক সেই সময়ই নেইমার দেখান তার পায়ের যাদু । দুই গোল করেন নেইমার ও পাশাপাশি একটি গোলে অ্যাসিস্ট করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের গল্প রচনা করে শেষ আটে জায়গা করে নেয় বার্সেলোনা; যেই ইতিহাসের নায়ক ছিলেন ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমার। তবে ম্যাচ শেষে পুরো আর্কশন কেড়ে নেন লিওনেল মেসিই।
গত মৌসুমের ইউরোপিয়ান ফুটবলের সেরা যে ছবিটি ছিলো তার একটি বার্সেলোনা-পিএসজির ম্যাচ শেষের দৃশ্যটি। নেইমারের পায়ের যাদুতে বার্সা কোয়ার্টারে উঠলেও খেলোয়াড় হিসেবে দর্শকদের কাঁধে জায়গা করে নেন মেসি। পুরোটা ন্যু-ক্যাম্পের দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান এই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ।
ম্যাজিক দেখালেন নেইমার। তবে পুরো আর্কশনটি কেড়ে নেন মেসিই। এতে স্পষ্ট হয়ে যায়, ন্যু-ক্যাম্পে মেসির প্রভাব কতটুকু। অনেকেই বলাবলি করছেন, সেই ঐতিহাসিক ছবিটিই ব্রাজিলীয়ান সুপারস্টার নেইমারকে বার্সা ছাড়ার পথ দেখায়।
মেসির ছায়া থেকে বেরিয়ে আসার জন্যই নেইমার বার্সেলোনা ছেড়েছেন বলে আলোচনা চলছে। তবে নেইমার বলেছেন ভিন্ন কথা। নেইমার বলেন আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্যই বার্সেলোনা ছেড়েছি।
পিএসজিতে যোগ দেয়ার পর সংবাদ সম্মেলনে নেইমার বলেন, ‘আমি দলের একমাত্র তারকা হতে চাই না। আমি নতুন কিছুর জন্য, নতুন চ্যালেঞ্জের জন্য প্যারিসে এসেছি। আমাকে মূল্যায়ন করা হয়নি- এই কারণে এখানে আসিনি। ‘
