
দরজায় কড়া নাড়াছে রাশিয়া বিশ্বকাপ। শুরু হতে দুইমাস সময়ও নেই। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার রয়েছে ইনজুরিতে। সর্বশেষ খবরে জানা গেছে, মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠে ফেরার কোন সম্ভবনা নেই ব্রাজিল সুপারস্টারের।
পায়ের অস্ত্রোপচার করার পর আগামী ১৭ মে শেষ বারের মত মেডিকেল পরীক্ষা করা হবে। এই নিয়ে নেইমার বলেছেন, রাশিয়া বিশ্বকাপটা তিনি টিভির সামনে বসে দেখতে চান না। মাঠে নেমে দলকে চ্যাম্পিয়ন করতে চান।
সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে প্যারিস সেইন্ট-জার্মেই ও ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘এখন পর্যন্ত ওই তারিখটি নির্ধারিত রয়েছে। ঐ দিনই শেষ পরীক্ষা করা হবে। আশা করছি ঐদিনই আমি খেলার ছাড়পত্র পাব। এরপর দেখা যাক কী হয়। সবকিছুই পায়ের উন্নতির উপর নির্ভর করছে।’
