ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের ইঞ্জুরী নিয়ে বেশ আতঙ্কিত মধ্যে ছিল পুরো ফুটবল বিশ্ব। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্থে নেমেই সকলকে জানিয়ে দেয় সে বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত তিনি।

গতকাল (১০ জুন) অস্ট্রিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নেমেও গোলের দেখা পেলেন তিনি। এই ম্যাচে ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে ব্রাজিল। কিন্তু প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলের ধরন দেখে রাগানিত ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। এক বার তো মাঠে পড়ে ছটফট করতে দেখা যায় নেইমারকে। আর তখনই আতঙ্কিত হয়ে পরে পুরো স্টেডিয়াম। তবে কোন চোট ছাড়াই ৮৪ মিনিট খেলে মাঠ ছাড়েন নেইমার।

২০১৪ বিশ্বকাপে ভাগ্যটা ভালো ছিল না নেইমারের। কলম্বিয়ার কামিলো সুলিগারের কড়া ট্যাকল স্বপ্ন ভেঙ্গে দিয়েছিলো নেইমারের। ছিটকে পড়েছিলেন সেমি-ফাইনালের আগে।

চলতি বছরের ফেব্রুয়ারি লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের ট্যাকলে মেটাটারসাল ভেঙে যায় নেইমার। চোট কাটিয়ে গত রোববার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়ার হিসেবে নামেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই প্রথম শুরু একাদশে ফেরেন পিএসজির এই ফরোয়ার্ড।

এ ম্যাচে আটবার ফাউলের শিকার হওয়া নেইমার ম্যাচ শেষে বলেন, স্বাগতিকরা যেন মিক্সড মার্শাল আর্টের কৌশল খাটিয়েছিল। তবে কোনো চোট ছাড়াই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করতে পেরে ‍খুশি তিনি।

“আমরা আজকের ইউএফসির (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের) জন্য প্রস্তুত ছিলাম। তবে এটা ভালো যে দলের সবাই চোটমুক্ত আছে।”

আগামী ১৭ জুন রস্তভ-অন-ডনে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২২ ও ২৭ জুন গ্রুপে তাদের প্রতিপক্ষ যথাক্রমে কোস্টারিকা ও সার্বিয়া।