সুইজাল্যান্ডের সাথে ড্র করে অনেকটাই চাপের মুখে সেলেসাওরা। তার ভিতর সুইজাল্যান্ডের কড়া ট্যাকলে দলের মূল ভরসা নেইমারও ইঞ্জুরিতে পড়েছেন। এতোটাই ইঞ্জুরি যে সোমবার ব্রাজিলের অনুশীলনেও ছিলেন না নেইমার!

ব্রাজিল সুপার স্টার নেইমার সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দশবার কড়া ট্যাকলের শিকার হন। ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে আঘাত পাওয়ার কারণেই অনুশীলনে ছিলেন না নেইমার।

শুধু নেইমার নয়, ওই ম্যাচে আঘাত পাওয়ায় পাওলিনহো, থিয়াগো সিলভা ও গ্যাব্রিয়েল জেসুসকে আলাদা আলাদা ভাবে অনুশীলন করতে হয়েছে। তবে স্কোয়াডের বাকি ১৯ সদস্য নিয়মিত অনুশীলনে যোগ দিয়েছেন।

নেইমার অবশ্য এটিকে খেলার অংশ হিসেবেই নিয়েছেন। বলেছেন, ম্যাচেই এমন পরিস্থিতি পড়তে হতে পারে। আমার মনোযোগ থাকে ফুটবলে, ফাউল দেখার জন্য রেফারি আছেন।

আগামী শুক্রবার (২২ জুন) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচে দলের প্রাণভোমরাকে সম্পূর্ণ ফিট অবস্থায় পাওয়া যাবে কিনা সে সংশয়ে ব্রাজিল শিবির।