
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা হচ্ছে নেইমার। তাকে ঘিরে ব্রাজিল ভক্তদের অনেক বেশিইপ্রত্যাশা শিরোপা জয়ের। তার হাত ধরেই ব্রাজিল বহু বছরের অধরা বিশ্বকাপ জয় করবে এমনটাই বিশ্বাস ভক্তদের। আর সেই নেইমারের আরো একবার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ব্রাজিল লিজেন্ড এডমুন্ডু।
বিশ্বকাপে ব্রাজিল তিনটি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচ জিতেছে এবং একটি ড্র করেছে। নেইমার তিনটি ম্যাচেই খেলেছে এবং প্রতিটি ম্যাচেই পূর্বের ম্যাচের চেয়েও অনেক বেশি ভালো খেলেছে। আর এই ভালো খেলা নেইমার সম্পর্কে এডমুন্ডু বলেন,
সে দলের জন্য খেলে। তার ছোয়া, তার বিন্যাস, তার ড্রিবলিং করা। এসবই তো তার মত নেতার কাছ থেকে আমরা চাই। ব্রাজিলের ১০ নম্বর জাসির যোগ্য ব্যাক্তি সেই।”
