
ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার। ২০০৯-২০১৮ পর্যন্ত রিয়ালকে অনেক কিছু দিয়েছেন। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়েছেন রোনালদো। জিতেই রিয়াল মাদ্রিদ ছড়ার কথা ভেবেছেন! যেমন কথা তেমন ই কাজ। বিশ্বকাপ শেষ হতেই ১০৫ মিলিয়ন ইউরোর বিনময়ে রিয়াল ছেড়ে ইতালির জুভেন্টাসে যোগ দেন।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিয়ে গত ৯ বছরে ৪৫১ গোল করে রোনালদোর। গড়ে প্রতি বছর ৫০ টি করে গোল! রোনালদোর মত একজন খেলোয়ার পাওয়া সত্যিই কঠিন। ঠিক এমন সময় ট্রান্সফার বাজারে গুজব ওঠে নেইমারকে কেনার বিপুল পরিমাণ বিড করছে রিয়াল মাদ্রিদ। আরও অনেকের নামই আসছিল । সেই তালিকায় ছিল নেইমার, হ্যাজার্ড, এমবাপ্পের নাম ।
কিন্তু, বিষয় টি পরিস্কার করলেন রিয়াল মাদ্রিদের অফিসিয়াল সাইটে। তারা বলেন, ” পিএসজি তারকা নেইমার জুনিয়রকে রিয়ালে ক্রয়ের কোন পরিকল্পনা রিয়াল মাদ্রিদ সি.এফ কতৃপক্ষ নেয়নি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ” দুই ক্লাবের মধ্যে সম্পর্ক অসাধারণ, তাই যদি কিছু সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ একটি পিএসজি খেলোয়াড় নিয়োগের বিবেচনা করে তাহলে প্রথম যে কাজ করতে হবে তা হলসেই ক্লাবে যেতে হবে।” সুতরাং, নেইমারকে কেনার তথ্যটি পুরোটাই গুজব ছাড়া আর কিছু নয়।
