নেইমারের পড়ে যাওয়া ছবি নিয়ে ইংরেজি ২৬টি বর্ণ সাজিয়ে আলোচনায় তিনি  মাত্র শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ব্রলজিয়ামের বিপক্ষে কোয়ার্টনার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্রাজিলের তারোকা নেইমারেত কীর্তিকলাপ নিয়ে মজেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

নেইমারের ‘ডাইভ’ কিংবা মাঠিতে পরে অতিরিক্ত গড়াগড়ি দেওয়ার নানা রকম ‘ট্রল’ হয়েছে। সেই পড়ে যাওয়া নেইমারের ছবি নিয়ে ইংরেজি ২৬টি বর্ণ সাজিয়েছেন ব্রাজিলেত এক ব্যাক্তি।

নেইমারের পড়ে যাওয়ার ছবি নিয়ে ইংরেজী ২৬ টি বর্ণ সাজিয়েছেন ব্রাজিলের এক ডিজাইনার লুসিয়ানা জ্যাকব। তবে এটিকে আর্জেন্টিনার ভক্তরা ট্রল হিসেবে নিচ্ছেন। এই নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা।

আর্জেন্টিনার এক অন্ধভক্ত সাংবাদিক মির মাহবুব রহমান তার ফেসবুক প্রফাইলে লুসিয়ানা জ্যাকবের এই ডিজাইন চার্টটা শেয়ার করে লিখেছেন,‘নেইমারের পড়ে যাওয়ার ছবি দিয়ে ইংরেজি ২৬টি বর্ণ সাজিয়েছেন ব্রাজিলের ডিজাইনার লুসিয়ানা জ্যাকব।’

এরপর কমেন্টবক্সে নানা মন্তব্য আসতে থাকে। একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘আসলে এটি ফুটবলের আর্ট।’ তবে এটিকে আর্জেন্টিনার সমর্থকরা ট্রল হিসেবে নিলেও ব্রাজিল সমর্থকরা লুসিয়ানের এই ডিজাইনকে ইতিবাচক হিসেবে গ্রহণ করছেন।