ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার পিএসজিকে নাকি কঠিন শর্ত জুড়ে দিয়ে বলেছেন, এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে হবে। বলস ডট আইই জানিয়েছে, নেইমার চাচ্ছেন না এক বনে দুই রাজা হোক।

তাই এমবাপ্পেকে তাড়িয়ে দিতে পিএসজি কর্তৃপক্ষের কাছে দাবি তুলে বলেছেন, প্যারিসে তিনি ভালো আছেন, সুখে আছেন। এখানেই থাকতে চান। তবে এক শর্তে। এমবাপ্পেকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে হবে।

বিশ্বকাপে নজর কাড়া পারফর্মেন্স দেখানো এমবাপ্পেকে দলে চেয়েছিল রয়াল মাদ্রিদ। যদিও তাদের না করে দিয়ে এমবাপ্পে জানিয়ে দিয়ে বলেছিলেন, আমি পিএসজিতেই থাকছি। এখানকার খেলা আমার সঙ্গে যায়।আপাতত অন্য কোথাও যাচ্ছি না।

নেইমার যদি প্রকৃতপক্ষেই এমন এমবাপ্পেকে বিক্রির শর্ত দিয়ে থাকেন, তাহলে পিএসজি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।