দেশে একটি টুনামেন্টের আয়জন করেছিলো ব্রাজিল। সেই টুনামেন্টে অংশগ্রহন করেন নেইমার। কিন্তু কোয়াটার ফাইনাল ম্যাচে ইঞ্জুরিতে পরে ছিটকে যায় বিশ্বকাপ থেকে। এর পর সেমি-ফাইনাল ম্যাচে জার্মানীর কাছে ৭-১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।

সেই সেমি-ফাইনাল ম্যাচ নিয়ে এক সংবাদ মাধ্যমে নেইমার বলেন, আমি এই ২৬ বছর বয়সে অনেক কিছু শিখেছি।শিখেছি কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। বিশ্বকাপের হারটাও অনেক কিছু শিখিয়েছে। তবে আমি এটাকে ভুলে যেতে চাই।