এবার না হলেও, আগামী বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে চান ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ব্রাজিলে তরুণদের নিয়ে আয়োজিত ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রচারণা অনুষ্ঠানে যোগ দিয়ে এমন কথা বলেন তিনি। এসময় ভক্তদের ভালোবাসায় সিক্ত হন ব্রাজিলের ফুটবল এই জাদুকর। এদিন শুধু দর্শক সারিতে বসে নয়, মাঠে নেমেও ফুটবল নিয়ে কারুকার্য দেখিয়েছেন নেইমার।

রাশিয়া বিশ্বকাপ চলাকালে চুলের স্টাইল থেকে শুরু করে যখন তখন হালকা ফাউলেও মাটিতে লুটিয়ে পড়ে ব্যাথা পাওয়ার অভিনয়। এসব নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সমালোচনার পাত্র হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠে আসে তাকে নিয়ে ব্যাঙ্গাত্মক নানা চিত্র।

কিন্তু নিন্দুকের কথায় কি আসে যায়। নেইমার ব্রাজিলিয়ানদের কাছে একজন আদর্শ ফুটবলার হিসেবে ছিলেন, আছেন এবং থাকবেন। সে দৃশ্যই যেনো ফুটে উঠলো ব্রাজিলের প্রাইয়া গ্রান্দে-তে।

ব্রাজিলে তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রচারণা অনুষ্ঠানে যোগ দেন নেইমার। সাথে ছিলেন তার সতীর্থ দানি আলভেসও। নেইমারকে কাছে পেয়ে এদিন যেনো আনন্দে আত্মহারা তার ভক্তরা।

মারিয়া এদুয়ার্দো সান্তোস (ছাত্রী, নেইমার ইনস্টিটিউট) বলেন, ”নেইমার মানুষ হিসেবে যেমন ভালো, তেমনি একজন ফুটবলার হিসেবেও তিনি অতুলনীয়।”

মারিয়া ফার্নান্দা গোমেজ (ফুটবলার, কলম্বিয়া) বলেন, ”নেইমার নি:সন্দেহে একজন ভালো ফুটবলার। আমার মনে হয় শিশুদের নেইমারের কাছ থেকে ফুটবল সম্পর্কে অনেক কিছু শেখার আছে। ”

এদিকে, শুধু দর্শক সারিতে বসে খেলা উপভোগ নয়, মাঠেও ফুটবল নিয়ে কারুকার্য দেখান নেইমার। জানান এবার না হলেও আগামীতে বিশ্বকাপ ট্রফি উপহার দিতে চান নিজ দেশকে।

নেইমার বলেন, ”আমি খুবই খুশি যে আমার দেশের মানুষ আমাকে তাদের আদর্শ মনে করে। তাদের জন্যই আমি মাঠে আমার সেরা খেলাটা দেয়ার চেষ্টা করি। এবার বিশ্বকাপে খালি হাতে ফিরে আসলেও, আগামীতে আমি আমার দেশকে হতাশ করতে চাইনা। আর আমার দেশে এমন একটি টুর্নামেন্টের আয়োজন হওয়াতে আমি দারুণ রোমাঞ্চিত। আশা করি এর মাধ্যমে পুরো বিশ্ব জানবে ব্রাজিলকে।”

টুর্নামেন্টে ৬০টি দেশের তরুণ ফুটবলাররা অংশ নেয়। যেখানে সবাইকে পেছনে ফেলে পুরুষদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় মেক্সিকো, আর নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।