
চলতি আসরের চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি বনাম রেড স্টার বেলগ্রেডের ম্যাচটি পাতানো ম্যাচ বলে অভিযোগ করছে উয়েফা। ম্যাচটিতে অস্বাভাবিক স্কোর বোর্ডের কারণেই তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। সেই ম্যাচে রেড স্টারকে ৬-১ গোলে পরাজিত করে পিএসজি।
আর সন্দেহ জনক ম্যাচে হ্যাট্রিক করে ব্রাজিলিয়ান তারোকা নেইমার। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, ম্যাচটি পাতানো ছিল—এমন সন্দেহে তদন্ত শুরু করেছেন ফ্রান্সের সরকারি কৌঁসুলিরা। খেলা মাঠে গড়ানোর কয়েকদিন আগেই উয়েফা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সার্বিয়ান ক্লাবটির শীর্ষ স্থানীয় কর্মকর্তারা ম্যাচটি ঘিরে বড় অংকের বাজি ধরেছেন। জানা যায়, দলের ৫ গোলের বিপরীতে ৫ মিলিয়ন পাউন্ড বাজি ধরেছিলেন তারা।
এমন তথ্যের উপর ভিত্তি করে তদন্তে নেমেছে ফরাসি পুলিশ। এই সংবাদের পর নড়েচড়ে বসেছে এই দুই ক্লাব। যদিও দুই ক্লাবই ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার করেছে। রেড স্টার জানিয়েছে এই অভিযোগের পর থেকে তাঁদের সুনাম নষ্ট হয়েছে। তারা দ্রুত সুস্থ তদন্তের দাবী জানিয়েছে।
