আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। কিন্তু মাঠে নামার আগে হতাশা প্রকাশ করল নেইমার। নেইমার চেয়েছিলো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে মেসি। কিন্তু বিশ্বকাপের পর মেসি বলে ছিলো এই বছর আর্জেন্টিনার হয়ে আর মাঠে নামবে না। তাই ব্রাজিলের বিপক্ষে মাঠে দেখা যাবেনা এই তারোকাকে।

তাই মেসি অনুপস্থি থাকায় হতাশা প্রকাশ করেছেন নেইমার। নেইমার দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটাই দেখতে চাই আমরা। ও যত বেশি খেলবে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।’

তবে আজকের ম্যাচে আর্জেন্টিনাকে সহজভাবে নিচ্ছেনা নেইমার। আর্জেন্টিনাকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই মানছেন নেইমার, ‘আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ এক জাতীয় দল। এইসব দুর্দান্ত খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে।’