
খেলাধুলার পাশাপাশি পরিবার নেইমারের কাছে সব কিছুর আগে। পারিবারের সাথে পর্যাপ্ত পরিমান সময় কাটান তিনি। সেই সাথে ছেলের সাথে বেশি সময় কাটান। আবার ছেলের সঙ্গে কাটানোর মজার কিছু অভিজ্ঞতা সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করলেন।
তিনি বলেন, আমার ছেলের প্রথম যখন স্কুলে বলেছিল নেইমার আমার বাবা। তখন কেউ বিশ্বাসই করতে পারছিল না। এটা আমাদের দুজনকে খুব আনন্দ দেয়। লুকা বড় হয়ে আমার মতই ফুটবলার হতে চায়।
