ব্রাজিলীয়ান সুপারস্টা নেইমার ২২২ মিলিয়নে বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না তার। বেশ কিছু ঝামেলা সহ্যয করেই বার্সার ক্যাম্প ন্যু থেকে প্যারিসে যান ব্রাজিলিয়ান সুপারস্টার। পিএসজিতে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যে এডিসন কাভানির সঙ্গে পেনাল্টি নিয়ে ঝামেলা হয় নেইমারের। এরপর কোচ উনাই এমরির সঙ্গে বেয়াদবি করার খবরও পাওয়া যায় নেইমারের বিরুদ্দে। সবশেষ খবর হলো, ক্লাব থেকে নেইমারের বাড়তি সুবিধা মানতে পারছেন না সতীর্থরা। এ নিয়ে পিএসজি ড্রেসিংরুমেও চলছে নানা বিতর্ক।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন জানিয়েছে, পিএসজিতে নেইমারের জন্যই দুজন ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রাখা হয়েছে। যারা শুধু মাত্র এই ব্রাজিলিয়ান তারকাকেই দেখাশোনা করবে। বিশেষ সুবিধার মধ্যে আরও একটি রয়েছে, আর্থিক সুবিধা। নিজের পছন্দ অনুযায়ী ব্র্যান্ড বাছাই করে ব্যবহার। এছাড়া আগামী মৌসুমে বাড়বে নেইমারের বিশেষ সুবিধা।

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করে ফরাসি ক্লাব। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস ক্লাব দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যু’তে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা জিতে নেইমার সাবেক ক্লাব বার্সা।