
আজ রাতে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের খেলার সাথে আপনিও খেলে জিতে নিন আকর্ষণিয় পুরুষ্কার ।অধীর আগ্রহের পর আজ সেই আগ্রহ ফুরাবার সময় ঘনিয়ে আসার সময় হল ।আজ রাত ১:৪৫ মিনিটে মাঠে নামবে নেইমারের পিএসজি ও রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ ।
আপনিও এই খেলায় অংশগ্রহন করতে পারবেন !আপনাকে যেই সর্ত গুলো মানে জিতে নিতে পারেন আকর্ষনীয় পুরুষ্কার তা হলো ,কমেন্ট করে যানাতে হবে যে ,আজ কোন দল কত গোলের ব্যবধায়ে জয়ী হবে ।অবশ্যই রাত ১ টার মধ্যে যানাতে হবে , আজ রাত ১ টার পর কোন কমেন্ট গ্রহনযোগ্য হবে না ।
অব্যশই পেইজে কমেন্ট করতে হবে। এবং পেইজটি শেয়ার করতে হবে। পেইজ সহ পোস্ট শেয়ার না করলে তা গ্রহনযোগ্য হবে না।
