অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে রোববারের ম্যাচে নেইমার মাঠ ছেড়েছিলেন চোট নিয়ে। সেখানে ৩-০ গোলে জয় পায় পিএসজি   ফরাসি এই ক্লাব কর্তৃপক্ষ জানায়, চলতি সপ্তাহেই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়টির পায়ে অস্ত্রপচার করানো হবে। তাহলে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নেইমারকে পাবে না পিএসজি। এটা পুরোপুরি নিশ্চিত এখন। তবে অনিশ্চিয়তা শুধু তাঁর মাঠের ফেরার সময় নিয়ে।

এই ব্যাপারে দানি আলভেজ বলেন, “নেইমার’কে ছাড়া আমাদের মাদ্রিদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে, ও এমন একটা প্লেয়ার যে মাঠে থাকলে অন্য প্লেয়াররা এক্সট্রা সুবিধা পায়, কারণ নেইমারকে আপনি যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারবেন ”

তবে পিএসজির বিবৃতিতে বলা হয়, তিন দিনের প্রাথমিক পর্যবেক্ষণের পর ডাক্তারদের প্রতিবেদন হাতে পান তাঁরা। এরপর ক্লাব এবং ব্রাজিল জাতীয় দলের যৌথ সভায় অস্ত্রপচারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ব্রাজিলেই তাঁর চিকিত্সা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। অস্ত্রপচারের দায়িত্বে থাকবেন ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লেসমার। তাঁর সহকারি হিসেবে থাকবেন ডাক্তার অধ্যাপক সাইলান্ট। সাইলান্ট অবশ্য পিএসজির পক্ষ থেকেই ব্রাজিল উড়াল দেবেন।

এর আগে নেইমারের বাবা জানিয়ে দিয়েছেন তাঁর ছেলের সুস্থ হতে ছয় থেকে আট সপ্তাহ লেগে যাবে। তবে ঠিক কবে নেইমারকে আবার গোলমুখে বল নিয়ে ছুটে চলতে দেখা যাবে সেটা কেউই জানাতে পারেনি। অস্ত্রপচারের পরই সেটা জানা যাবে। পায়ের পাতার হাড় ভাঙলে সেটি সারতে সাধারণত কয়েক সপ্তাহ লেগে যায়। অনেক সময় এটি সারতে লেগে যায় মাসও।