
পিএসজিতে তিনি গেলেও পিএসজিতে মোটেও শান্তিতে নেই নেইমার। দলের সিনিয়রদের সাথে মনোমালিন্য হচ্ছে নেইমারের। আর কোচের সাথে সম্পর্কটা ভালো যাচ্ছে না নেইমারের। তবে সবকিছুকে ছাপিয়ে আবারো বার্সেলোনাতে যেতে চাচ্ছেন নেইমার।
এমনটাই জানালো তার দেশ ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেচলার।বেচলার বলেন ,’নেইমার পিএসজিতে মানিয়ে নিতে পারছে না। সে বলেছে এডিনসন কাভানি, ডি মারিয়াদের মতো সেখানে অনেক হাই-র্যাংকিং ফুটবলার আছে।
ড্রেসিং রুমে তার সতীর্থদের সঙ্গে খুব একটা ভালো সময় যাচ্ছে না।নেইমারের ব্যবহারও নাকি তাদের কাছে অদ্ভুত ঠেকেছে। কোচ উনাই এমেরির সঙ্গেও তার বোঝাপড়াটা ভালো যাচ্ছে না। তাদের মাঝে শুধু দুরত্বটাই বাড়ছে।
বার্সা ছাড়ার আক্ষেপে পুড়ছে নেইমার। নতুন করে বার্সায় যাওয়াটাকে পেশাদারি দৃষ্টিকোণ থেকেই দেখে সে। ‘ বেচলার আরো বলেন ,’এ রকম চলতে থাকলে নেইমার হয়তো ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানাবে। তবে, আমি মনে করি রিয়ালে তার যাবার সম্ভাবনা থাকলেও বার্সায় যাবার প্রক্রিয়া বেশি সহজ।দেখাই যাক কি হয়।
বার্সা ছাড়া নিয়ে নেইমারের আফসোসের মাত্রা এতটাই যে সে ব্যাপারটি নিয়ে কথা বলেছে সাবেক সতীর্থ জেরার্ড পিকে আর লুইস সুয়ারেজের সঙ্গেও। এরপরও পিএসজি আশাবাদী, নেইমারের দল ছাড়ার আগে অন্য কাউকে দল ছাড়তে হবে।
