
বর্তমান সময়ে মেসি রোনাল্ডোর সাথে পাল্লা দিয়ে বেশ ভালো ভাবেই এগিয়ে যাচ্ছে নেইমার। নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে আলো জ্বালানোর পর চলে যান স্পেনের ক্লাব বার্সালোনায়।
বার্সালোনায় ৩ বছর মেসি সুয়ারেজ সাথে জুটি করে জিতিয়েছেন অনেক ট্রফি। তার পরেই চলে যান পিএসজিতে এখানেও আলো ছরাতে শুরু করেছেন নেইমার। এখন আবার পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে দল বদলের গুঞ্জন শুনা যাচ্ছে তবে সব গুঞ্জবকে পিছনে ফেলে পিএসজি কোচ উনাই ইমারি বলেন
“আমরা নেইমারকে পেয়ে অনেক খুশি । আমি বিশ্বাস করি নেইমার পিএসজিতেই থাকবে এবং এখান থেকেই সে সফল হবে , আর ভবিষ্যতে পিএসজিকে অনেক কাপ জিতাতে সহযোগিতা করবে “
