২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্তবাংলাদেশেরসেরা ক্রিকেটার সাকিব আল হাসান২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত
বাংলাদেশ দলআন্তর্জাতিক ক্রিকেটে জিতেছে ৪৩ ম্যাচ ।অর্থাৎ ওয়ানডে, টেস্ট , টি২০ মিলিয়ে।আজ আমরা দেখবো ২০১৪ থেকে ২০১৭ পর্যন্তদলের জন্য আমাদের সিনিয়র ৫ ক্রিকেটার কি করেছেন, মানে দল জিতাতে তাদের কার কতটুকুঅবদান আছে।

ব্যাটি


১। তামিম ইকবাল
২। সাকিব আল হাসান
৩। মুশফিকুর রহিম
৪। মাহমুদুল্লাহ রিয়াদ
(ম্যাশ বোলার তাই এখানে হিসেবেআনা হয়নি।)


১। তামিম ইকবাল
ম্যাচ – ৪১
ইনিংস- ৪৭
রান- ২৩৯৩
গড়- ৫৫.৬৫
স্ট্রাইক রেট- ৭৫.৯১
সর্বোচ্চ- ১৩২
সেঞ্চুরি- ৮ টা
হাফ সেঞ্চুরি – ১৩ টা
ম্যান অফ দ্যা ম্যাচ – ৭ বার


২। সাকিব আল হাসান


ম্যাচ- ৪০
ইনিংস- ৪৩
রান- ১৪৭৫
গড়- ৪৪.৬৯
স্ট্রাইক রেট- ৮৫.১৫
সর্বোচ্চ- ১৩৭
সেঞ্চুরি- ৪ টা
হাফ সেঞ্চুরি- ৮ টা
ম্যান অফ দ্যা ম্যাচ- ৭ বার


৩। মুশফিকুর রহিম


ম্যাচ- ৪৩
ইনিংস- ৪৪
রান- ১৩৬৭
গড়- ৩৫.৯৭
স্ট্রাইক রেট- ৭৮.৭৬
সর্বোচ্চ- ১০৭
সেঞ্চুরি- ২ টা
হাফ সেঞ্চুরি- ৮ টা
ম্যান অফ দ্যা ম্যাচ- ৪ বার


৪। মাহমুদুল্লাহ রিয়াদ


ম্যাচ-৩৯
ইনিংস- ৩৭
রান- ১২৮৭
গড়- ৫১.৪৮
স্ট্রাইক রেট- ৭১.৬১
সর্বোচ্চ- ১০৩
সেঞ্চুরি- ২ টা
হাফ সেঞ্চুরি- ১০ টা
ম্যান অফ দ্যা ম্যাচ- ৩ বার

বোলিং 

১। সাকিব আল হাসান
২ মাশরাফি বিন মর্তুজা


১। সাকিব আল হাসান


ম্যাচ- ৪০
ইনিংস- ৪৬
উইকেট- ৯২
গড়- ১৯.৮৩
ইকোনোমি- ৩.৪৬
স্ট্রাইক রেট- ৩৪.৩৬
৫ উইকেট – ৬ বার


২। মাশরাফি বিন মর্তুজা


ম্যাচ- ৩৬
ইনিংস- ৩৬
উইকেট- ৫০
গড়- ২১.৯২
ইকোনোমি- ৪.৭২
স্ট্রাইক রেট- ২৭.৮৬
ম্যান অফ দ্যা ম্যাচ- ২ বার।


এই ৫ সিনিয়র এর বাইরে নবীনরা অবদানরেখেছেন জয়ে।এদের সবার মধ্যে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান

উল্লেখ্য  বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির বিকল্প কেও নেই ! মাশরাফি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ,তাকে ছাড়া ক্রিকেট অনেকটাই চিন্তার বাহিতে ভক্তের কাছে । এখানে যেহেতু বলিং এবং ব্যাটিং দুটিই বিবেচনা করা হয়েছে তাই সাকিবের অবস্থানটাই সবার উপরে থাকছে ।