
চলতি বছরে অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট, পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর তাই এই সিরিজের জন্য কেন ইউ ইলিয়ামসনকে আধিনায়ক করে তিন ফরম্যাটের জন্যই দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
টেস্ট স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টেল, টম ব্ল্যাণ্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম লাথাম, হেনরি নিকোলাস, এজাজ প্যাটেল, জেট রাভাল, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, নীল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
ওয়ানডে স্কোয়াড:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড এস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলাস, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং।
টি-২০ স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, কলিন ডি গ্র্যান্ডহোম, লুক ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, রেনস, টিম সেফর্ট, ইশ সোদি, টিম সাউদি, রস টেইলর।
