বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসবে কিউইরা। আসন্ন ২০২০ যুব বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবে কিউই যুব দল।

আগামী এপ্রিলে বাংলাদেশের মাটিতে আসার কথা রয়েছে তাদের। বাংলাদেশ সফর দিয়েই আসন্ন ২০২০ যুব বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে নিউজিল্যান্ড দল। এর আগে কখনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ড।

তবে বিশ্বকাপে চার বার মুখোমুখি হয়েছে এই দুই দল। আর সেখানে দুইটি ম্যাচ বাংলাদেশ ও দুইটি ম্যাচ জিতেছে কিউইরা। এদিকে প্রস্তুতি ম্যাচ দিয়েই বাংলাদেশ সফর শুরু করবে নিউজিল্যান্ড। তবে সিরিজে কয়টি ওয়ানডে ম্যাচ হবে তা এখনো জানা যায়নি।

এদিকে আসন্ন সফরকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে এখনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলঃ আদিত্য অশক, ক্রিস্টিয়ান ক্লার্ক, লুকাস ডাসেন্ট, মিকে কনরয়, জয়ি ফিল্ড, জেসি ফ্রিউ, নিক লিডস্টোন, রুবেন লাভ, রায়েজ মারিউ, বেন পোমারে, টিম প্রিঞ্জিল, ডায়লান শর্মা, আঙ্গুস সিডে, জেসে ট্যাশকোফ, অলি হোয়াইট।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন