আগামী অক্টোবরে ভারতের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজটির জন্য ৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে বাকি ৬ ক্রিকেটার নেওয়া হবে নিউজিল্যান্ড ‘এ’ দল থেকে। যারা বর্তমানে ভারত সফরে রয়েছে। তাই তাদের নাম এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে টি২০ সিরিজ খেলার জন্য ভারত সফরে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান নেইল ব্রুম।

নিশাম ও ব্রুম দু’জনই শেষবার চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন। তবে টুর্নামেন্টে ভালো কিছু না করায় তাদের দলে জায়গা হয়নি। যেখানে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তিন ম্যাচের সবকটিইতে হেরেছিলো নিউজিল্যান্ড।

আগামী মাসের ভারত সফরে ২২ অক্টোবর মুম্বাইতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে যেখানে ১ থেকে ৭ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর ভারতে পৌছাবে নিউজিল্যান্ড।

ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রাথমিক ওডিআই দল:

১) কেন উইলিয়ামসন (অধিনায়ক),

২) ট্রেন্ট বোল্ট,

৩) কলিন ডি গ্র্যান্ডহোম,

৪) মার্টিন গাপটিল,

৫) টম লাথাম,

৬) অ্যাডাম মিলনে,

৭) মিচেল স্যান্টনার,

৮) টিম সাউদি,

৯) রস টেইলর।