নেইমার যে সব জয় করতে পারবে তার একটা প্রমান হলো এই কবিতা ।

নেইমার তুমি আছো মিশে.
কোটি ভক্তের কন্ঠের সাথে,
হাজারো প্রত্যাশা তোমাকে ঘিরে,
নিওনা তুমি চাপ।
নেইমার তুমি পারবে জিতাতে
৬ষ্ঠ বিশ্বকাপ।

অনেকদিন হল বিশ্বকাপ জিতিনি
সাম্প্রতিক সময়টাও ভালো যায়নি
সর্বশেষ ২০১৩,
জিতেছি কনফেডারেশন কাপ।
নেইমার তুমি এবারই জিতবে,
৬ষ্ঠ বিশ্বকাপ।

নেইমার তুমি দলের লিডার,
বলেছে স্বয়ং পেলে।
নেতৃত্ব তাই দিতে হবে তোমায়,
বুদ্ধি আর কৌশলে।

১৬ বছর হয়ে গেল,
বিশ্ব জয়ের পর।
ধৈর্য্য অনেক ধরেছি আমরা,
রাজি নইতো আর।
নেইমার তুমি এবারই ঘুচাও,
১৬ বছরের হাহাকার।

সাম্বার ছন্দে এগিয়ে চলো
বিশ্বজয়ের দিকে।
লক্ষ্য এবার দিবেই ধরা,
তোমার পায়ের জাদুতে।