
নেইমারকে নিয়ে পিএসজি সভাপতির সংশয় পিএসজিতে নেইমারের থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি নাসের আল-খেলাইফি। নাসের আল-খেলাইফি সাফ জানিয়ে দিলেন, কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলে বাঁধা হয়ে দাঁড়াবেন না।
অথচ গত সপ্তাহেই শত ভাগ নিশ্চয়তা দিয়ে নাসের আল-খেলাইফি জানিয়েছিলেন, পিএসজিতেই থাকবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। একই সুরে কথা বলেছিলেন দলটির বিদায়ী কোচ উনাই এমেরিও।
গত বছর অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে ২২২ মিলিয়ন ইউর বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে আসা নেইমার এক মৌসুম পরেই অন্য কোথাও পাড়ি জমাতে পারেন বলে বেশ কিছু দিন ধরে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। যত দুরু যাচ্ছে, বার্সেলোনার চির প্রতিদ্বন্দ্বী দল রিয়াল মাদ্রিদে নাম লেখাতে পারেন নেইমার।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের যোগাযোগ আছে বলে দাবি করছে বেশ কিছু সংবাদ মাধ্যম। তবে খেলোয়াড় বা কোনো কিছুকেই ক্লাবের চেয়ে বড় মানতে নারাজ আল-খেলাইফি।
“কোনো কিছু বা কেউই ক্লাবের চেয়ে বড় নয়, কোচ-খেলোয়াড়রা কেউই নয়। ক্লাবই সবসময় আগে থাকবে, এটাই বড়। কেউ যদি তা না মানে এবং এখানে সুখে না থাকে তাহলে তারা চলে যেতে পারে।”![]()
“প্রত্যেককে অবশ্যই তাদের সেরাটা দিতে হবে। পিএসজির জন্য সর্বোচ্চটা করতে হবে। আমরা এখানে আসার (কাতারি মালিকানা) পর থেকে ১৯টি শিরোপা জিতেছি। এটা বিশাল অর্জন। তবে আমরা এখনও অনেক সমালোচিত হচ্ছি। অবশ্য ব্যাপারগুলো সব ক্লাবের ক্ষেত্রেই ঘটে থাকে।”
ফেব্রুয়ারি মাসে পায়ে ইঞ্জুরীর পর মৌসুমের বাকি সময়টায় আর মাঠে নামা হয়নি নেইমারের। তবে চোটে পড়ার আগ পর্যন্ত দারুণ ছন্দে ছিলেন এই খেলোয়াড়। সব ধরনের প্রতিযোগিতায় ৩০ ম্যাচে করেন ২৮ গোল। এর মধ্যে ২০ ম্যাচে ১৯ গোল করার পাশাপাশি সতীর্থদের ১৩টি গোলে অবদান রেখে জিতে নেন লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার।
