ধারনা করা হচ্ছিলো মেসির ছায়া থেকে বের হওয়ার জন্য এবং ব্যালন ডি অর জেতার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন তিনি। তবে নেইমারের বার্সেলোনা ছাড়ার আসল কাহিনী জানালেন তার মা।

নেইমারের মায়ের বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, পুরো পরিকল্পনাটা সাজিয়েছেন নেইমার, তার বাবা ও রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান এই ফুটবলারকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছেন নিজেদের মধ্যে। আর নেইমারের যাওয়ার ব্যাপারটা তার বর্তমান ক্লাব পিএসজির কাছেও অজানা নয়।

নেইমার নিজেও রিয়ালে মাদ্রিদের শিবিরে যোগ দেওয়ার জন্য মরিয়া। নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য ইতোমধ্যে ক্লাবকে চাপও দিচ্ছেন তিনি।

নেইমারকে পিএসজি সমর্থকদের দুয়ো দেওয়ার বিষয়টি একদমই পছন্দ হয়নি জানিয়ে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নাদিনে ডা সিলভা বলেন, ‘আমার ছেলে ক্যারিয়ারের ঝুঁকি নিয়েই বার্সেলোনার মতো ক্লাব ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিল।

ওর কারণে পিএসজি বর্তমানে ইউরোপের অন্যতম সেরা ক্লাবের মর্যাদায় অধিষ্ঠিত। তারপরেও নেইমারকে পিএসজি সমর্থকরা কেন উলটো চোখে দেখেন তা বেশ অয়াজানি নেইমারের মায়ের চোখে।