
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জার্মানিকে কিছুদিন আগে হারানো অস্ট্রিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। সেই ম্যাচে অস্ট্রিয়ার সাথে খুব সহজেই জয় পান নেইমার জুনিয়ররা। অস্ট্রিয়াকে তারা উড়িয়ে দেয় ৩-০ গোলে।
এই ম্যাচে অস্ট্রিয়া কোন প্রতিরোধেই গড়তে পারেনি। ৩৬ মিনিটে জেসুসের গোলের চেয়েও হয়তো বেশি তৃপ্তি দিয়েছে নেইমারের ৬৩ মিনিটের গোলটি। চোট থেকে ফিরে টানা দুই ম্যাচে গোল পেলেন নেইমার।
এর পর আর থামতে হয়নি ব্রাজিলকে। স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠে ছেড়েছে তাঁরা। বিশ্বকাপের শেষ প্রস্তুতিটা এর চেয়ে ভালো আর হতে পারত না সেলেসাওদের।
এর আগে নিজের অনজুরি থেকে ফিরে প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেই গোল পান নেইমার। সেই ম্যাচেও জিতে মাঠ ছাড়ে সেলেসাওরা।
ইঞ্জুরি থেকে ফিরে দুই ম্যাচেই করেছেন দুই গোল , আসলে নেইমারের খেলা দেখে বুঝায় যায় না যে নেইমার ৩ মাস ইঞ্জুরিতে ছিলেন । আর এই ইঞ্জুরি থেকে ফিরেই দুই ম্যাচে দুই করার জন্যই হয়তো এমন উজ্জাপন করেছেন বিশ্বের সব চাইতে দামী খেলোয়ার নেইমার।
