সোনার ব্যাগ কাধে নিয়ে বিশ্বকাপের মিশনে রাশিয়াতে যান নেইমার জুনিয়র। তবে ফ্যামিলির প্রতি যে নেইমারের ভালোবাসা এবার সেটা বিশ্বকাপ খেলতে গিয়েও প্রমান করলেন নেইমার।

নিজের স্বর্নের ব্যাগে খোদাই করা ছিলো নেইমারের মা, বাবা, ছেলে এবং মেয়ের ছবি। স্বর্ণখচিত এই ব্যাগটি ব্রাজিলিয়ান তারকা সাথে এনেছেন সৌভাগ্যের প্রতীকস্বরূপ। প্রায় ৮০ হাজার টাকা (৭০০ পাউন্ড) মূল্যের এই ব্যাগটির পেছন দিকে ছাপা রয়েছে নেইমারে মা,বাবা, মেয়ে এবং ছেলের ছবি।

২৬ বছর বয়সী এই তারকার বিশ্বাস পরিবারের মানুষজনকে সাথে সাথে রাখা তার জন্য মঙ্গলজনক হবে। যাতে করে তিনি আসন্ন বিশ্বকাপে প্রত্যাশামাফিক পারফরম্যানস করতে পারেন। নিজ দেশে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরির কারণে ছিটকে যান নেইমার। তার দলও বাদ পড়ে যায় পরবর্তী রাউন্ড থেকে। আর এবার নিজের ভাগ্য বদল করার মিশনেই বিশ্বকাপে যাত্রা করতে যাচ্ছেন জুনিয়র।