
এবার বিশ্বকাপে ফেবারিট ধরা হয় যে দল গুলোকে তার মধ্যে অন্যতম হল ব্রাজিল।ব্রাজিলের অন্যতম ভরশা হল নেইমার।
এবার জেন নেওয়া যাক নেইমার সম্পর্কে-
নামঃ নেইমার দ্য স্যান্টোস জুনিয়র।দেশঃ ব্রাজিল। জন্মঃ ৫ ফেব্রুয়ারি ১৯৯২। বর্তমান বয়সঃ ২৬ বছর। খেলার ধরনঃফরোয়ার্ড। উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি। ক্লাব: প্যারিশ সেন্ট জার্মান। জার্সি নম্বর: ১০
নেইমারে ক্লাব কেরিয়ার: ১৯৯৯-২০০৩ পর্যন্ত পোর্তুগিজ স্যান্টিস্তার যুব দলে ফুটবলে খেলেছেন নেইমার৷২০০৩ থেকে ২০০৯ স্যান্টোসের জুনিয়র দলে কাটিয়েছেন তিনি৷ব্রাজিলের সবচেয়ে দামী তারকা ফুটবলারের সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু হয় ২০০৯ সালে স্যান্টোসের হয়েই৷২০০৯ থেকে ২০১৩ এই ক্লাবে কাটিয়েছেন নেইমার৷
এই সময় ১০২টি ম্যাচে ৫৪ টি গোল করেন ব্রাজিলের ব্ল্যাক হর্স৷ ২০১৩-১৭ বার্সেলোনাতে কাটান নেইমার৷ স্প্যানিশ ফুটবল জায়েন্টদের হয়ে ১২৩ ম্যাচে ৬৮ গোল রয়েছে ব্রাজিলের বর্তমান দলের সবচেয়ে প্রতিভাবান এই ফুটবলারের৷ ২০১৭ সালে ২২২ মিলিয়ন ডলারের মত বড় মূল্যে প্যারিস সেন্ট-জার্মান দলে নাম লেখান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড৷ ক্লাবটির হয়ে এখনো অবধি ২০ ম্যাচে ১৯টি গোল রয়েছে নেইমারের৷
আন্তর্জাতিক কেরিয়ার: ২০০৯-২০১৬ ব্রাজিলের বয়সভিত্তিক জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন নেইমার৷ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ ম্যাচে ১টি, অনূর্ধ্ব-২০ দলের হয়ে ৭ ম্যাচে ৯টি, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ১৪ ম্যাচে ৮টি গোল করছেন নেইমার জুনিয়র৷
ব্রাজিল জাতীয় দল (সিনিয়র): ২০১০ থেকে এ ২০১৮ ফিফা বিশ্বকাপের আগে পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে ৮৫ ম্যাচে ৫৫টি গোল করেন৷১০ আগাস্ট ২০১০ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ডেবিউ করেন নেইমার।২০১৩ কনফেডারেশন কাপে জাপানের বিরুদ্ধে ম্যাচে প্রথম গোল৷৩-০ ম্যাচটি জেতে ব্রাজিল৷পরের মেক্সিকো এবং ইতালির বিরুদ্ধের ম্যাচেও ধারাবাহিকভাবে গোল করেন এই ব্রাজিলিয় তারকা ফরোয়ার্ড এবং ফাইনালে স্পেনের বিরুদ্ধেও একটি গোল করেন নেইমার৷২০১৩ কনফেডারেশন কাপ জেতে ব্রাজিল৷
অলিম্পিক (২০১২, ২০১৬ ): লন্ডন মিশরের বিরুদ্ধে ম্যাচে প্রথম অলিম্পিক গোল করেন নেইমার৷ এই ২০১২ অলিম্পিকেই চিনের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন।
