
রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় রস্তোভে সুইজারল্যান্ডের বিপক্ষে ‘হেক্সা’ মিশনে নামবে তিতের শিষ্যরা। এর আগে ৮ বার মুখোমুখি হয়েছিল দুই দল। এর মধ্যে ব্রাজিল জিতেছে ৩ বার, আর সুইজারল্যান্ড ২ বার। সর্বশেষ দেখা হয়েছিল ২০১৩ সালে। সেবার ১-০ গোলে হেরেছিল ব্রাজিল।
আর এবার রাশিয়ায় স্পেন-আর্জেন্টিনা-পতুর্গালের মতো শিরোপা প্রত্যাশি দলগুলোর মত তাদেরও বিশ্বকাপ মিশন শুরু আজ। এবারের বিশ্বকাপে ফুটবলবোদ্ধাদের চোখ থাকবে নেইমারের দিকে। ব্রাজিলের স্কোয়াডে অধিনায়ক হিসেবে লেখা আছে নেইমারের নাম। কিন্তু সেটা শুধু কাগজে-কলমেই।
ব্রাজিল দলের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে, নেইমার নন, আজ সুইজারল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করবেন মার্সেলো। সেই সাথে সুইসদের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন শতভাগ ফিট নয় ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। তবে তিনি আশা করছেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন নেইমার। সুইজারল্যান্ড ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে তিতে বলেন, ‘এই মুহূর্তে সে (নেইমার) ১০০ ভাগ ফিট নয়। তবে তার মানে এই নয় সে যে অসুস্থ। শারীরিকভাবে বেশ ফিট সে। দ্রুত উন্নতি ঘটছে, যেটা খুবই আশাব্যঞ্জক।’
