
রাশিয়া বিশ্বকাপের তিন মাস আগে থেকেই ইঞ্জুরিতে ছিলেন ব্রাজিকের প্রাণ নেইমার। কিন্তু কে যানে ইঞ্জুরি থেকে ফিরেই মাতাবেন বিশ্বমঞ্চ।
চলুন দেখেনেই নেইমারের রেকর্ড গুলোঃ
বিশ্বকাপের চার ম্যাচে মোট ২৭টি শট নিয়েছেন নেইমার। চলতি বিশ্বকাপে যেকোনো ফুটবলারের মধ্যে যা সর্বোচ্চ। এই ২৭ শটের মধ্যে ১৩টিই ছিল টার্গেটে। বিশ্বকাপে ১৬টি কিলার পাস দিয়েছেন নেইমার, যা রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ।
বক্সের মধ্যে সবচেয়ে বেশি পাসও নেইমাররের। বিশ্বকাপে ব্রাজিল তারকা বক্সের মধ্যে পাস দিয়েছেন ২৮টি। বক্সে ৫৯ বার বল স্পর্শ করেছেন নেইমার। এটাও রেকর্ড, এতোবার বক্সে বল স্পর্শ করতে পারেনি অন্য কেউই।
অনেকেই উপহাস করে বলে নেইমার অভিনেতা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই নেইমারকেই সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হতে হয়েছে। ২৬ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার।
বিশ্বকাপে নেইমারের সফল পাসিং ভ্যালু ২.৮৭। যা দ্বিতীয় সর্বোচ্চের রেকর্ড। ড্রিবলিংয়ে তিন নম্বরে ব্রাজিলের এই তারকা। বিশ্বকাপের চার ম্যাচে ১৯টি সফল ড্রিবলিং করেছেন নেইমার।
