
বিশ্বের সেরা ক্লাবগুলোতে ব্রাজিলিয়ানদের অবস্থান যেমন আগে থেকেই ছিলো তা এখনো ধরে রেখেছে নেইমার,সিলভা,মার্সালোরা । একনজরে দেখেনিন কোন ক্লাবে কে কে মাঠ মাতাচ্ছে
১ম–বর্তমানে বিশ্বে ব্রাজিল ফ্রেন্সদের সবচেয়ে প্রিয় ক্লাব
পিএসজি
১.নেইমার (উইংগার)
২.সিলবা (ডিফেন্ডার)
৩.দানি অালবেজ (ডিফেন্ডার)
৪.মারকুইনহোস (ডিফেন্ডার)
রিয়াল_মাদ্রিদ
১.মার্সেলো (ডিফেন্ডার)
২.ভিনিসিয়াস (উইংগার)
৩.ক্যাসিমেরো (মিডফিল্ডার)
বার্সেলোনা
১.কৌতিনহো (মিডফিল্ডার)
২.অার্থুর (মিডফিল্ডার)
৩.রাফিনহা (মিডফিল্ডার)
৪.ম্যালকম (উইংগার)
৫.মারলন (ডিফেন্ডার)
ম্যানসিটি
১.জেসুস (স্ট্রাইকার)
২.এডারসন (গোলকিপার)
৩.ফার্নানদিনহো (মিডফিল্ডার)
৪.দানিলো (ডিফেন্ডার)
লিভারপুল
১.এ্যালিসন (গোলকিপার)
২.ফিরমিনো (স্ট্রাইকার)
৩.ফ্যাবিনহো (মিডফিল্ডার)
চেলসি
১.লুকাস পিয়াজোন (মিডফিল্ডার)
২.উইলিয়ান (উইংগার)
৩.ডেভিড লুইস (ডিফেন্ডার)
উল্লেক্ষঃ এমন আরো অনেক ক্লাব আছে যেখানে ব্রাজিলিয়ানদের অবস্থান অনেক বেশি ।
