চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বে নিজেদের ২য় ম্যাচে রেড স্টারের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছারে নেইমারের পিএসজি। খেলাটি শুরু হয় রাত ১০ঃ৫৫ মিনিটে, পিএসজির হয়ে এম্বাপে,কাভানি ও ডি-মারিয়া একটি করে গোল করে এবং নেইমার করেন হ্যাট্রিক । এই ম্যাচ জয় পাওয়ার পর গ্রুপ পর্বের পিএসজির  পয়েন্ট  দাঁড়ায় ৩ ।

নিম্নে পয়েন্ট টেবিলে গ্রুপ সির পয়েন্ট দেওয়া হলোঃ