ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। তিনি একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে একজন ফরোয়ার্ড বা উইঙ্গার হিসেবে খেলেন। তাঁকে আধুনিক বিশ্বের উদীয়মান ফুটবলারদের মধ্যে অন্যতম মনে করা হয়।

নেইমার ১৯ বছর বয়সে ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। ২০১১ সালে নেইমার ফিফা ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পান, তবে ১০ম স্থানে আসেন।

তিনি ফিফা পুরষ্কারও অর্জন করেন। তিনি সর্বাধিক পরিচিত তাঁর ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এবং উভয় পায়ের ক্ষমতার জন্য। তাঁর খেলার ধরন তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা, সাথে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা।

পেলে নেইমার সম্পর্কে বলেন, “একজন অসাধারণ খেলোয়াড়।”

অন্যদিকে রোনালদিনহো বলেন, “নেইমার হবে বিশ্বসেরা।”

নেইমার একজন ভাল খেলোয়ার কিন্তু সে কখনোই একজন ভাল ক্যাপ্টেন হতে পারে না। কারন তার উপর ব্রাজিলের ভবিষ্যৎ নির্ভর করছে।  তাই তাকে নিজের খেলার উপর বেশি মনোযোগ দিতে হবে। ক্যাপ্টেনসির দায়িত্ব কাধেঁ থাকলে তার কাজটা কঠিন হয়ে যাবে।

২০ এপ্রিল নেইমারের পায়ের গোড়ালি পরিক্ষা করা হবে…আর সেই রিপোর্ট বলে দেবে নেইমার কবে মাটে ফিরবে