বার্সেলোনা নেইমারকে পুনরায় দলে ভেড়ানোর মিশনে নেমে গেছে। নেইমারও তার পিএসজি ক্যারিয়ারের ইতি টানতে আগ্রহী।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার।

সম্প্রতি বার্সেলোনার স্পোর্টস ডিরেক্টর পেপ সাগুরা জানিয়েছিলেন আসতে পারেন নেইমার। এর পর বার্সা চায় পরবর্তী পদক্ষেপ যেন নেইমার ই নেয়।

বার্সার বিপক্ষে মামলাও করেছিলেন নেইমার। যদি বার্সায় আসতে চান তিনি তাহলে অবশ্যই সেই সব মামলাও প্রত্যাহার করতে হবে।

বার্সার এক পরিচালক এই বিষয়ে গোল.কম কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন,অবশ্যই আইনি বিষয় সমূহের সুরাহা নেইমারকেই করতে হবে। তা নাহলে নেইমারের বার্সায় আসা মনে হয় অতটা সহজ হবে না।”

এখন কিছুদিন অপেক্ষা করতে হবে কি হবে নেইমারের ভবিষ্যৎ তা দেখতে।