চোটের কারণে পিএসজির হয়ে এবারের মৌসুমের পুরোটা খেলতে পারছেন না নেইমার। ফেব্রুয়ারিতে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে দলের ৩-০ গোলে জেতা ম্যাচে তার পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায়। গত ৩ মার্চ ব্রাজিলের সাওপাওলোর এক হাসপাতালে অস্ত্রোপচারের পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এই ফরোয়ার্ড।