
- বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে আলো চনা চলছেই। ব্রাজিলের এক সংবাদমাধ্যমের দাবি, নেইমার নাকি বার্সেলোনা
 
ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে চলে যাচ্ছেন। তাদের দাবি, নেইমারকে একশো পঁচানব্বই মিলিয়ন পাউন্ড দিচ্ছে পিএসজি।
সাংবাদিক সম্মেলন করে বার্সার সহ-সভাপতি জানান, নেইমার বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছেন না।
এমনকি পিএসজিও খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। নেইমারকে নিতে চাইলেও ব্রাজিলিয়ান তারকাকে দেওয়ার মতো অর্থ তাদের নেই বলে দাবি করেছে পিএসজি।
ওদিকে রেকর্ড অর্থে আলভারো মোরাতাকে রিয়াল মাদ্রিদ থেকে ছিনিয়ে নিয়েছে চেলসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, স্প্যানিশ স্ট্রাইকারের সঙ্গে ৭০ মিলিয়ন পাউন্ড চুক্তি করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল।
চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তের প্রথম পছন্দ ছিলেন রোমেলু লুকাকু। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করেন তিনি।
