বিশ্বকাপকে সামনে রেখে দল গুছাতে শুরু করেছে বেশ কিছুদিন আগে থেকেই দলগুলোর কোচ ।ঠিক তেমনি ভাবে দল সাজাতে ব্যাস্ত সময় পার করছে ব্রাজিলের কোচ টিটে ।

বিশ্বকাপের জন্য দল সাজাতে গিয়ে অনেক সময় অনেক রকম তথ্য প্রকাশ করতে হয়েছে তাকে ,কিন্তু এবার এক অন্যরকম তথ্য প্রকাশ করেছেন টিটে ,

টীটে বলেন  “আমি ইতিমধ্যে ১৫ ‘থেকে ১৮ ‘জন খেলোয়াড়কে সিলেক্ট করে রেখেছি যারা রাশিয়ায় যাচ্ছেন, আমি পরবর্তী দুটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ রাশিয়া এবং জার্মানির ম্যাচগুলিতে আমার অবশিষ্ট সন্দেহগুলো কাটিয়ে উঠবো।”