২৫ নভেম্বর, ২০১৭। এবারো সেই চিটাগং ভাইকিংস প্রতিপক্ষ। মাশরাফির কাঁধে এবার রংপুর রাইডার্সের নেতৃত্ব। কাকতালীয় ভাবে এবারো জিততে হলে দরকার ১৭৭ রান।  ৩১ রানে প্রথম উইকেট পতনের পর ক্রিজে আসলেন মাশরাফি। এবারো ১৭ বলে করলেন ৪২ রান।

আগের একটি উইকেটের সুবাদে ম্যাচ সেরাও তিনি। বলাই বাহুল্য ম্যাচটায় জিতে গেছে রংপুর রাইডার্স। ঠিকানা পাল্টালেও মাশরাফি আছেন সেই আগের মতই!  ২৪ নভেম্বর, ২০১৫। এই চিটাগং ভাইকিংসই ছিল প্রতিপক্ষ জয়ের জন্য ছিলো ১৭৭ রানের লক্ষ।

৫৬ রানে তিন উইকেট চলে যাওয়ার নামলেন মাশরাফি বিন মুর্তজা।  ৩২ বলে খেললেন ৫৬ রানের অপরাজিত এক ইনিংস। জিতে গেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ম্যাচ সেরা মাশরাফি। সেবার চ্যাম্পিয়নও হয়ে এই দলটি।