পিএসজির হয়ে নেইমারের অভিষেক ম্যাচটি ছিল রাজার রাজ্যজয় করার মতো। আর সেই ম্যাচটি রাজকীয় ভাবেই উপভোগ করলো ফুটবল বিশ্ব।ম্যাচটি হয়েছে বিপক্ষ দলের মাঠে।

যে মাঠের দর্শকধারণ ক্ষমতা মাত্র ১৮ হাজার। তাই পিএসজির ফ্যানরা তার খেলা সরাসরি উপভোগ করতে পারেনি।নেইমারের আজকে দ্বিতীয় ম্যাচটি হবে পিএসজির হোম গ্রাউন্ডে।

যেখানে অনেক দর্শক নেইমারের খেলা সরাসরি দেখতে পারবে।  আজ রাত ১ টার সময় টুলোডস এর বিপক্ষে ঘরের মাঠে নামবেন এই প্যারিস প্রান নেইমার। খেলাটি সরাসরি দেখাবে টেন ২ চ্যানেল,