ফ্রান্স লীগ ১ এর প্রথম খেলায় নেইমারের অনুপস্থিতে পিএসজির জয়!  এই ম্যাচে নেইমারের অবিষেক হওয়ার কথা থাকলেও নেইমার আজ মাঠে নামেনি। নেইমার ভক্তরা ধীর অপেক্ষায় ছিলো আর তার পায়ের জাদু দেখবে,

কিন্তু তা আর হলো না। এমিনেসের বিপক্ষে নেইমারের পিএসজি ২-০ গোলে জয় পায়, আজ পিএসজি ৪-৩-৩ ও ৫-৪-১ পজিশনে খেলান তাদের দলকে। ম্যাচ শুরু হওয়ার ৪২ মিনিটেই দানি আলভেসের এসিস্টে গোল করেন চাভানি,

ব্যাবধান পিএসজি ১-০ এমিনেস। পরে ৪৬ মিনিটে থিয়াগো সিলভাকে মাঠ থেকে তুলে তার বদলি প্লেয়ার হিসেবে মাঠে নামান কিম্পেম্বেকে  এমিনেস ও ৫৭ মিনিটে চারিরে মাঠে নামিয়ে তুলেনেন ডোম্বেলেকে, ৬৭ মিনিটে মাতুইডিকে মাঠে নামিয়ে তুলেনেন মোট্টাকে পিএসজি।

৬৯ মিনিটে এমেনিসের বুরগাউন্ডকে নামিয়ে তুলেনেন মানজালাকে। আবার ৬৯ মিনিটে ফাউল করে বসেন এমেনিসের ফোফানা। ৭৭ মিনিটে এমেনিসের লাবেয়াউ কে মাঠে নামিয়ে তুলেনেন কইটাকে। উঠানামার লরায়েও থামিয়ে রাখতে পারেনি পিএসজিকে,

৮০ মিনিটে পাসতরের গোলে ব্যাবধান দ্বিগুণ করেন পিএসজি। এবার এই গোলের এসিস্ট করেন আগের গোল করা চাভানি। কিন্তু সেই চাভানিকে এবার তুলে মাঠে নামান গোনচালোকে।

ফলাফল : পিএসজি ২-০ এমেনিস