কাভানির সাথে প্যানান্টি নিয়ে ঝগড়া গড়ায় মাঠ থেকে ড্যাশিং রুমে, পরের ম্যাচে নেই নেইমার মপেলিয়ারেরবিপক্ষে! পায়ের হালকা ইনজুড়ির কারনে সামনেই বায়ার্নের বিপক্ষে গুরুত্বপূর্ন ম্যাচ থাকায় নেইমারকে নিয়ে কোন ঝুকি নেয়নি পিএসজি কোচ।

নেইমারকে ছাড়াই স্কোয়াড ঘোষনা করেছিলেন তিনি। আর নেইমার বিহীন পিএসজি  নিজেদের সপ্তম ম্যাচে এসে মপেলিয়ারের কাছে পয়েন্ট হারাল।নেইমার বিহীন ম্যাচে পিএসজির আক্রমন ভাগের ধারই যেন চলে গিয়েছিল।

পুরো ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রেখে খেললেও গোল মুখের সামনে গিয়ে বার বার দিশে হারা হয়ে পড়েছিল কাভানি এমবাপ্পেরা।  আক্রমন ভাগে নেইমারের অভাব হারে হারে টের পেয়েছে তারা। প্রতিপক্ষের গোল পোস্টে মাত্র ৪টি শট নিতে পেরেছে তারা।

তার মধ্যে পেনাল্টি ও ফ্রিকিক কান্ডের নায়ক কাভানি কোন শটই নিতে পারেনি।লীগে এই প্রথম পয়েন্ট হারাল তারা। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট