
এই মৌসুমে নেইমার-এমবাপ্পেকে দলে নিয়েছিল পিএসজি। দলও হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। কিন্তু এক রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারেই টালমাটাল করে দিল প্যারিসিয়ানদের।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ৩-১ গোলে হেরেছে তারা।
এবার ফিরতি পর্বের জন্য প্রস্তুতি শুরু। তবে এর মাঝেই বোমা ফাটানোর মত খবর দিল স্পানিশ আউটলেট ডন ব্যালন। তারা জানিয়েছে, দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে চাননা নেইমার।
কিন্তু
কেন নেইমার রিয়াল মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলবে না?
ডন ব্যালন জানিয়েছে, নেইমার নির্দিষ্ট করে কোন কারন বলেনি। কিন্তু এই না খেলতে চাওয়ার কারন হতে পারে প্রথম লেগে হারের পর নেইমারের সমালোচনা করা।
তবে এই ম্যাচ শেষে বার্সালোনা লিজেন্ড জাভি বলেন, এই ম্যাচে রোনালদো হেডলাইন হলেও ম্যাচ সেরা খেলোয়ার নেইমারই। সে আক্রমন, ড্রিবলিং, কাউন্টার অ্যাটাকে রিয়াল মাদ্রিদ শিবিরে ভীতি ছড়িয়েছে।
এবার তার মাঝেই খবর এল দ্বিতীয় লেগে খেলতে চাননা অসুখী নেইমার। এবার দেখার পালা, দলের সেরা তারকাকে কিভাবে ম্যানেজ করেন কোচ এমেরি।
