নেইমারকে চাই পেরেজের। সেজন্য সবকিছু করতেই প্রস্তুত তিনি। কিন্তু পিএসজি তো আর যে সে কারনে নেইমারকে ছাড়তে রাজি হবে না। তাই পিএসজিকে রাজি করাতে দারুন এক উপায় খুজে নিয়েছে পেরেজ।

সেটা হল, রোনালদোর সাথে আরো ৮৯ মিলিয়ন ইউরো পিএসজিকে দিবে রিয়াল মাদ্রিদ। বিনিময়ে রিয়ালে আসবে নেইমার। এমনকি নেইমার যে পরিমান বেতন চায় সেটাই দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ।

এমন টাই জানিয়েছে স্পানিশ দৈনিক দিয়ারিও গোল