
নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন শামসুন্নাহার-মারিয়ারা। যদিও ভারত প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ৩-০ গোলে।
আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নামা বাংলাদেশ ম্যাচের শুরু থেকে ভুটানের রক্ষণে চাপ দিতে থাকে।
দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়া গোলও পেয়ে যায় স্বাগতিকরা। এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ করতে থাকে বাংলাদেশ। কিন্তু ভুটান রক্ষণে নিজেদের মুড়িয়ে নেওয়ায় প্রথমার্ধে আর গোল পায়নি রব্বানীর দল।
৩৮তম মিনিটে পোস্ট পথ আগলে দাঁড়ালে বাংলাদেশের হতাশা বাড়ে। ছোট ডি বক্সের ভেতর থেকে আনাই মগিনির নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর মার্জিয়ার ফিরতি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে ভুটানের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। ৫৫তম মিনিটে বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নার ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের আঁখির সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক।৬১তম মিনিটে আবারও গোলবঞ্চিত বাংলাদেশ।
তহুরার বদলি নামা সাজেদা খাতুনের গোলে ৭৯তম মিনিটে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় বাংলাদেশ। বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণে ওঠা এই ফরোয়ার্ডের নেওয়া শট দূরের পোস্টের ভেতরের কাণায় লেগে জালে জড়ায়।
ভুটানের বিপক্ষে বাংলাদেশ জয় পায় ৩-০ গোলে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ ।
