
নেইমারের বার্সা ছারা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। কিন্তু বার্সার উদ্দেশ্যে রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানও বার্সার উদ্দেশ্যে যা বলেছেন তা হলো :
“নেইমারের বিকল্প খেলোয়াড় বার্সা পেলেও নেইমারের মতো কেউ হবে না। কারণ, নেইমারের অভাব পূরণ করার মতো নয়।‘বার্সার হয়ে নেইমারের পজিশনে যেকেউ খেলতে পারে।
নেইমারের স্থলাভিষিক্ত হতে পারে। কিন্তু নেইমারের মতো কেউ হবে না। নেইমার খুবই ভালো খেলোয়াড়। তার মতো খেলোয়াড় ফুটবল বিশ্বে খুব বেশি নেই।”
