আর কিছুদিন পর শুরু হচ্ছে বিশ্ব একাদসশের খেলা। বিশ্ব একাদশ বনাম পাকিস্তান সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর সেই স্কোয়াডে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে জায়গা করে নেন ওপেনার তামিম ইকবাল। স্কোয়াডের অধিনায়ক করা হয়েছে সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে।

কিন্তু এই স্কোয়াডে ভারত ক্রিকেট দল থেকে কোনও ক্রিকেটার নেই। তবে স্কোয়াডে যে ভারত থেকে কোনও ক্রিকেটার থাকবে না এটা আগে থেকে অনেকেই অনুমান করেছিলেন। এমনকি কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নজাম শেঠির বক্তব্যেও বিষয়টি উঠে এসেছিল।

এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, এই টিমের কোচ থাকবেন অ্যান্ডি ফ্লয়াওয়ার। তাছাড়া খেলোয়াড় হিসেবে থাকবেন সাউথ আফ্রিকার হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, মরনি মরকেল ও ইমরান তাহির। বাকি খেলোয়াড় থাকবেন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নিউজিল্যান্ড থেকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এই স্কোয়াডের অংশ হতে কোনও ভারতীয় খেলোয়াড়কে অনুমতি দেয়নি।

আর এই বিশ্ব একাদশের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন জিম্বাবুয়ে দলের সাবেক ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার। আগামী মাসের ১২, ১৩ ও ১৫ তারিখ লাহোরে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বিশ্ব একাদশ স্কোয়াড: ১) তামিম ইকবাল

২) ফাফ ডু প্লেসিস (অধিনায়ক)

৩) হাশিম আমলা

৪) ডেভিড মিলার

৫) মরনি মরকেল

৬) স্যামুয়েল বাদরি

৭) জর্জ বেইলি

৮) বেন কাটিং

৯) গ্র্যান্ট এলিয়ট

১০) টিম পেইনে

১১) থিসারা পেরেরা

১২) ড্যারেন স্যামি

১৩) ইমরান তাহির

১৪) পল কলিংউড।