২০০৯ সাল থেকে পাকিস্তানের মাটিতে কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। তবে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে ফেরানোর উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ জন্য পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ খেলতে পাঠাচ্ছে (আইসিসি)। সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আইসিসি ইতিমধ্যে বিশ্ব একাদশের জন্য ১৪ সদসের দল ঘোষণা করেছে। ওই দলে আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আর সরফররাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ১৬ সদস্যের দল ঘোষণা করলো গতকাল।

বিশ্ব একাদশ ও পাকিস্তানের মধ্যে তিন টি-টোয়েন্টি হবে ১২, ১৩ ও ১৫ই সেপ্টেম্বর। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এই মাঠের বাইরে ২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বহনকারী বাসের ওপর সন্ত্রাসী হামলা হওয়ার পর দেশটির মাটিতে আন্তর্জাতকি ক্রিকেট বন্ধ হয়ে যায। ইনজুরির কারণে পাকিস্তান দলে রাখা হয়নি মোহাম্মদ হাফিজকে।

তবে নতুন মুখ হিসেবে দলে নেয়া হয়েছে ফাহিম আশরাফ, আমির ইয়াসমিন ও উসমান শিনওয়ারিকে।

এক নজরে দেখেনিই পাকিস্তানের ১৬ সদস্যের দল :

১) সরফরাজ আহমেদ (অধিনায়ক)

২) ফখর জামান

৩) আহমেদ শেহজাদ

৪) বাবর আজম

৫) শোয়েব মালিক

৬) উমর আমিন

৭) ইমাদ ওয়াসিম

৮) শাদাব খান

৯) মোহাম্মদ নওয়াজ

১০) ফাহিম আশরাফ

১১) হাসান আলী

১২) আমির ইয়াসমিন

১৩) মোহাম্মদ আমির

১৪) রুম্মন রঈস

১৫) উসমান শিনওয়ারি

১৬) সোহেল খান।